Vice Presidential Polls: উপ-রাষ্ট্রপতি নির্বাচনে শিশির-দিব্যেন্দুর ভোট স্পষ্ট করে দিচ্ছে তৃণমূলের নড়বড়ে অবস্থা: রাহুল সিনহা - মন্তব্য বিজেপির
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16035017-1061-16035017-1659799125046.jpg)
উপ-রাষ্ট্রপতি নির্বাচন বয়কট করলেও ভোট দিতে দেখা গেল তৃণমূলের বিধায়ক শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে । সুদীপ বন্দ্যোপাধ্যায়ের চিঠিকে অগ্রাহ্য করেই ভোট দিলেন তাঁরা । আর সেটাকেই আবারও ক্রসভোট বলে উল্লেখ করে রাজ্যের শাসক দলকে একহাত নিল বিজেপি (BJP leader Rahul Sinha slams TMC on Vice Prez Election issue)। শনিবার ধর্মতলায় বিজেপি-র ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। উপ-রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "দিব্যেন্দুবাবু বা শিশির অধিকারী তো বিজেপি-র কেউ না । অতএব বোঝা যাচ্ছে ক্রসভোট হয়েছে । তাঁরা দলের সিদ্ধান্ত না-মেনে ভোট দিয়েছেন। ফলে তৃণমূলের যে নড়বড়ে অবস্থা তা বোঝা যাচ্ছে ।"
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST