Jitendra Tiwari in Hospital: বুকে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে জিতেন্দ্র তিওয়ারি - বিজেপি নেতা
🎬 Watch Now: Feature Video
অসুস্থ হয়ে আসানসোল জেলা হাসপাতালে ভরতি হলেন বিজেপি নেতা (BJP Leader) জিতেন্দ্র তিওয়ারি। গতকালই আসানসোল সিজিএম আদালত কম্বল কাণ্ডে তাঁকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। বুধবার বিকেলে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন জিতেন্দ্র। জেল কর্তৃপক্ষকে জানালে তড়িঘড়ি তাঁকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসকরা তাঁর শারীরিক পরীক্ষা করে ভরতি করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে আসানসোল জেলা হাসপাতালের সিসিইউ'তে ভরতি রয়েছেন জিতেন্দ্র তেওয়ারি। তাঁর শারীরিক পরীক্ষা চলছে।
এদিন আসানসোল জেলা হাসপাতালে জিতেন্দ্রকে দেখতে পৌঁছন স্ত্রী চৈতালী তিওয়ারি এবং কন্যা পল্লবী তিওয়ারি। আসানসোল জেলা হাসপাতাল চত্বরে এদিন কান্নায় ভেঙে পড়েন তাঁরা ৷ জিতেন্দ্র তিওয়ারির শারীরিক অবস্থা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে সুপার নিখিল চন্দ্র দাস জানান, উনি বুকে ব্যথা হচ্ছে বলে জানিয়েছিলেন। পাশাপাশি সামান্য শ্বাসকষ্টও ছিল ওনার। ইমারজেন্সিতে ডাক্তার শুভজিৎ দত্ত ওনাকে পরীক্ষা করে দেখেন। ওনার হার্টের সমস্যা রয়েছে। হার্টের ওষুধও খান। পাশাপাশি সুগারের ওষুধ খান। সেই কারণে ঝুঁকি নেওয়া হয়নি। ওনাকে সিসিইউতে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও ট্রপটিন (Troptin) রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷