Dr Dilip Mahalanabish: পদ্মবিভূষণ দিলীপ মহলানাবিশের পুত্রবধূকে বিজেপি'র সংবর্ধনা - পদ্মবিভূষণ দিলীপ মহলানাবিশ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 6, 2023, 9:16 PM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ওআরএস-এর জনক পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত চিকিৎসক দিলীপ মহলানাবিশের (Padma Vibhushan Dilip Mahalanabish) পুত্রবধূ নন্দিনী রায়কে সংবর্ধনা দিল রাজ্য বিজেপি ৷ সোমবার তাঁকে সংবর্ধিত করেন বিজেপির রাজ্য সহ-সভাপতি মধুছন্দা কর ৷ এবছর ওআরএস আবিষ্কারক চিকিৎসক দিলীপ মহলানাবিশকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান প্রদানের কথা ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ৷ সোমবার সল্টলেকে তাঁর বাসভবনে যায় বিজেপি নেতৃত্ব (BJP remembers Dilip Mahalanabish) ৷ সেখানে দিলীপ মহলানাবিশের পুত্রবধূ নন্দিনী রায়ের হাতে সম্মাননা হিসেবে পুষ্পার্ঘ তুলে দেওয়া হয় ৷ মাল্যদান করা হয় দিলীপ মহলানাবিশের ছবিতে ৷ বিজেপির রাজ্য সহ-সভাপতি মধুছন্দা কর এদিন বলেন, দিলীপ মহলানাবিস ছিলেন মানবপ্রেমী ৷ তাই দেশ-বিদেশ সব জায়গায় যেখানে চিকিৎসার প্রয়োজন হত তিনি ছুটে যেতেন ৷ সাধারণ ও মরণাপন্ন রোগীদের পাশে দাঁড়াতেন তিনি ৷ গত বছর 16 অক্টোবর ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন এই প্রখ্যাত চিকিৎসক ৷ এদিন তাঁর পুত্রবধূ জানান, পদ্মবিভূষণ যদি আর কিছুদিন আগে দেওয়া হত, তাহলে দিলীপ মহলানাবিশ তা নিজে গ্রহণ করতে পারতেন (Padma Vibhushan for Dilip Mahalanabish) ৷ 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.