Dilip Praises Governor: ডিএ ইস্যুতে উদ্বেগ প্রকাশ, রাজ্যপালের প্রশংসায় দিলীপ - রাজ্যপালের প্রশংসা দিলীপের মুখে

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 12, 2023, 1:55 PM IST

বকেয়া ডিএ নিয়ে সরকারি কর্মীদের অনশন ও অবস্থান বিক্ষোভ চলছে ৷ পাশাপাশি ধর্মঘটেরও ডাক দিয়েছিলেন তাঁরা ৷ ডিএ ইস্যুতে (DA issue) উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) ৷ তিনি সরকারি কর্মীদের অনশন ছেড়ে আলেচনায় বসার অনুরোধ করেছেন ৷ তাঁর সরকারি কর্মীদের নিয়ে উদ্বেগকে সাধুবাদ জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP Dilip Ghosh) ৷ রবিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাত:ভ্রমণে আসেন তিনি ৷ সেখানেই তাঁর মুখে শোনা গেল রাজ্যপালের প্রশংসা ৷ দিলীপ মন্তব্য করেন, রাজ্যপাল এখানকার অভিভাবক ৷ যখন কোনও অচল অবস্থা তৈরি হয় তাঁর দায়িত্ব নেওয়া উচিত ৷ তাই উনি প্রতিক্রিয়া দিয়েছেন। সরকারের কাছে টাকা নেই, কর্মচারীরা ডিএ চাইছেন । সরকার কথা বলতেও রাজি নয় । সাধারণ মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে । মানুষ সরকারকে ভোট দিয়েছিল সুশাসন পাওয়ার জন্য ৷ তবে সরকার সেটা দিতে পারছে না । কর্মচারীদের অধিকার রক্ষিত হচ্ছে না বলে তাঁরা আন্দোলন করছেন । সরকার তাদের বাধ্য করেছে এসব করতে। রাজ্যপাল যখন এই বিষয়টা দেখছেন তখন সরকারকে কথা বলতে বাধ্য করা উচিত । সরকার কী ডিএ দিতে পারবে, সেটা কথা বলে মেটানো উচিত । নয়ত পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে বলে দিলীপের দাবি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.