UNESCO Honours Santiniketan: 'নিন্দুকরা চায়নি ওয়ার্ল্ড হেরিটেজ হোক', গুরুদেবের চেয়ারে পুষ্পার্ঘ দিয়ে বললেন উপাচার্য - ওয়ার্ল্ড হেরিটেজ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 10:37 PM IST

"নিন্দুকরা চেয়েছিল ওয়ার্ল্ড হেরিটেজ না-হোক।" গুরুদেবের ব্যবহৃত চেয়ারে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানিয়ে বললেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এদিনও, ঢাক বাজিয়ে আশ্রম পরিক্রমা করেন উপাচার্য-সহ পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকারা। ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমায় ডান-বাম না-দেখে আনন্দে সামিল হওয়ার ডাক দেন উপাচার্য। 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ইউনেসকো 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্বের ঐতিহ্যবাহী স্থান' হিসাবে ঘোষণা করেছে। সৌদি আরবের ইউনেসকোর 45তম আসর থেকে এই ঘোষণা হতেই খুশির হাওয়া শান্তিনিকেতনে। দিনটি উদযাপন করতে সোমবার ঢাকিদের নিয়ে আশ্রম পরিক্রমা করেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পরে রবীন্দ্রভবনের উদয়ন বাড়িতে গিয়ে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সেখান থেকে ফের আশ্রম ঘুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসেন। 

সেখানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য বলেন, "নিন্দুকরা চায়নি বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ হোক। কিন্তু, হয়েছে। এই কৃতিত্ব গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর-সহ সকল বিশ্বভারতীর শুভাকাঙ্খীর। একমাত্র লিভিং ইউনিভার্সিটি হিসাবে এই স্বীকৃতি। এই ক্ষেত্রে ডান-বাঁ না-দেখে সকলে এগিয়ে এসে আনন্দ করুন। এটা আনন্দের দিন।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.