WB TET 2022: শুরু হয়েছে টেট, কড়া নিরাপত্তার চাদরে বিধাননগরের পরীক্ষাকেন্দ্র - Bidhannagars TET Exam Center
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17174181-thumbnail-3x2-kol.jpg)
শুরু হয়েছে 2022 সালের টেট (WB TET 2022)৷ দীর্ঘ পাঁচ বছর বাদে আবার টেট। বিধাননগরের একাধিক পরীক্ষা কেন্দ্রে (Bidhannagar's TET Exam Center) ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন পরীক্ষার্থীরা। বেলা 12টা থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। পরীক্ষা শুরুর আগে বিধাননগরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন পরীক্ষার্থীরা। নিয়মমতো সব ধরনের চেকিং করার পরেই তাঁদেরকে ঢুকতে দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে। পরীক্ষার্থীরা যথেষ্টই খুশি এবং তাঁরা চান সুষ্ঠুভাবে পরীক্ষা হোক ও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক ৷
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST