Durga Puja 2023: টেক্সাসে দুর্গা পুজোয় মাতলেন প্রবাসী বাঙালিরা - bengalis celebrating durga puja in america
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-10-2023/640-480-19838628-thumbnail-16x9-amerca.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 23, 2023, 6:24 PM IST
দুর্গাপুজো আর বাঙালি ওতোপ্রতো ভাবে জড়িত ৷ অন্যাথা হয় না আমেরিকা থাকলেও ৷ যেমন 2017 সালে টেক্সাসের স্যান অ্যান্টোনিও বেঙ্গলি কালচার কমিটি দুর্গাপুজো শুরু করেছিল ৷ তারপর থেকে চলছে জোর কদমে ৷ প্রবাসের শারদ উৎসবে বাঙালি-অবাঙালিরা হাজির হন কটা দিন। ছয় মাস আগেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় । পুজোর ডেকোরেশন থেকে খাওয়া দাওয়া সব কিছুই যত্ন নিয়ে করেন এখানকার সদস্যরা । প্রতিটি কাজের জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয় সদস্যদের ।
ছুটির দিনে বাঙালিরা জড়ো হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে দুর্গাপুজো মণ্ডপ সাজানো থেকে জোগাড়, সব কিছু নিজেরা করেন । পুজোর আচার অনুষ্ঠান তিথি নক্ষত্র মেনে না হলেও একদিনে সপ্তমী, অষ্টমী ও অন্যদিন নবমী, দশমীর পুজো করা হয় । সেখানে সন্ধি পুজোর প্রদীপ জ্বালা থেকে কুমারী পুজো কোনও কিছুই বাদ যায়নি ৷ দশমীর বিসর্জন সব কিছুই নিষ্ঠা সঙ্গে পালন করা হয় ।বর্তমানে এখন সদস্য সংখ্যা বেড়ে 350 জন ।
পুজো উদ্যোক্তা সৌম্য মাইতি বলেন, "পুজোর জন্য আমরা গোটা বছর অপেক্ষা করে থাকি । দুর্গা পুজোর জন্য অনেক দূরে আমাদের যেতে হত । তাই কয়েকজন মিলে পুজো শুরু করি ৷ এখনও পুজোর জাঁক জমক অনেকটাই বেড়েছে । পুজোর দিন এখানে বাঙালিদের দের খাওয়া দাওয়া সব কিছুই ব্যবস্থা থাকে।শুধু তাই নয় বাংলা ভাষার শেখানোর বিশেষ ব্যবস্থা করি বাকি দিন গুলিতে।বাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠান করেন এখানকার সদস্যরা ।"