Durga Puja 2023: নবমীর রাতে মণ্ডপে মণ্ডপে জনপ্লাবন - নবমী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/23-10-2023/640-480-19842197-thumbnail-16x9-pujo.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 23, 2023, 10:58 PM IST
বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ কমিটির 17তম বছরের ভাবনা "খোকা"। ঢাকির ছেলেরা যখন তাঁদের বাবার সঙ্গে পুজোর সময় শহর কলকাতায় পা রাখেন তাঁদের কাছে ঠিক কেমন দুর্গাপুজো, সেই নিয়েই সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। মহানবমীর রাতে সেই মণ্ডপ দেখতেই জনপ্লাবন। আর কিছু ঘন্টা পরেই দশমী ৷ উমার বিদায় নেওয়ার পালা। তাই শেষ মুহূর্তে সমস্ত মণ্ডপ ঘুরে দেখতে বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। মহালয়া থেকে যে পুজোর আবহ শুরু হয়েছিল, নবমীর রাত মানে সেই আনন্দ ভোরের সূর্য উঠলেই পরিণত হবে বিষাদে ৷ একটা বছর যে উৎসবের অপেক্ষায় থাকে আপামর বঙ্গবাসী, সেই উৎসবের রামধনু রঙে লাগবে দশমীর লাল রঙ ৷ যার মানে মায়ের কৈলাশ ফেরার সময় এসে গিয়েছে ৷ ছোট থেকে বড় এই সময়টাই মুখে হাসি ফোটে সকলের ৷ কেউ ঠাকুর দেখে, কেউ বা প্যান্ডেল দেখে যেমন আনন্দ পান, তেমনই এই সময় অনেকের বাড়ে রুজি রোজগার ৷ ফলে পুজোর এই চারটে দিন ঘরে ঘরে আনন্দ ৷ পুজোর এই শেষবেলায় মাকে কাছ থেকে চাক্ষুষ করার সুযোগ হাতছাড়া করতে নারাজ সকলেই ৷ তাই রাতভর শহর সাক্ষী থাকছে এই বছরের দুর্গাপুজোর আনন্দের ৷