ডুয়ার্সে আতঙ্ক! লোকালয়ে ভাল্লুকের হানা, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে জালবন্দি 'চারপেয়ে দৈত্য' - ভাল্লুকের হানা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 19, 2023, 6:33 PM IST

Bear Enter Locality: শীত পড়তেই ভাল্লুকের আতঙ্ক ডুয়ার্সে । জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এল বিশালাকৃতি ভাল্লুক। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার জেলার দক্ষিণ ঢালকর এলাকায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি ভল্লুক হঠাৎই লোকালয়ে হানা দেয় । ভাল্লুক দেখেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে ৷  তাতে অবশ্য চারপেয়ে প্রাণিটির কিছু হেলদোল দেখা যায়নি ৷ রীতি মতো রাজার হালে ঘুর বেড়ায় গ্রামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ৷ খবর দেওয়া হয় বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীদের। 

খবর পেয়েই গ্রামে উপস্থিত হয় বন দফতরের বক্সা ব্যাঘ্র-প্রকল্পের আধিকারিক ও বনকর্মীরা ৷ ঘুমপাড়ানি গুলি ছুড়ে ভাল্লুককে ধরার চেষ্টা করেন ৷ প্রথমে ভাল্লুক ধরার জন্য নেট দিয়ে গোটা এলাকাও ঘিরে দেয় । তারপর প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে ভল্লুকটিকে কাবু করে বন দফতরের কর্মীরা । এরপরেই ভাল্লুকটি জাল বন্দি করে ৷ তাতেও অবশ্য় ভাল্লুকটির লম্ফঝম্প কমেনি ৷ উপরন্তু আরও বেড়ে যায় ৷ কোনরকমে বনদফতরের বিশেষ গাড়িতে তুলে ভল্লুকটিকে রাজাভাতখাওয়ায় নিয়ে যায়ওয়া হয়েছে । বক্সা টাইগার রিজার্ভের অ্যাডিশনাল ডেপুটি ফিল্ড ডিরেক্টর পল্লব মুখোপাধ্যায় বলেন, "চেকোর জঙ্গল থেকে ভাল্লুকটি বেরিয়ে লোকালয়ে ঢুকে ছিল ৷ বনদফতরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি করে ভাল্লুকটিকে ধরেছে ৷ ভাল্লুকটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার পরে জঙ্গলে ফের ছেড়ে দেওয়া হবে ।"

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.