Beach Marathon: পুলিশের উদ্যোগে দিঘায় বিচ ম্যারাথন - Purba Medinipur news
🎬 Watch Now: Feature Video
জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুর রোড রেস সংগঠনের উদ্যোগে দিঘায় অনুষ্ঠিত হল বিচ ম্যারাথনের (Beach Marathon in Purba Medinipur) । শনিবার সকালে দিঘা হাসপাতাল সংলগ্ন মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় এই বিচ ম্যারাথন । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তী, সঞ্জয় সিং (এ ডি জি , পশ্চিম অঞ্চল) প্রসূন বন্দ্যোপাধ্যায় (ডি আই জি, মেদিনীপুর রেঞ্জ) পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে । এদিনের এই কর্মসূচিতে প্রায় দু’ হাজারের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। বিজয়ীদের আর্থিক পুরস্কার ও মেডেল প্রদান করা হয়।
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST