Baul Fakir Utsav: দুই বাংলার মিলন, গানের সুরে লালবাগে শুরু বাউল ফকির উৎসব - বাউল ফকির উৎসব

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 2, 2023, 2:31 PM IST

শনিবার থেকে লালবাগের একটি পার্কে শুরু হয়েছে দু'দিনব্যাপী ভাগীরথী বাউল ফকির উৎসব । ভাগীরথী নদীর পাশে আমগাছে ঘেরা পার্কে এপার বাংলা এবং ওপার বাংলার বাউল, ফকির শিল্পী ও সাধকদের নিয়ে উৎসবের প্রথম দিন জমজমাট । দুই বাংলার সংস্কৃতির মিলন উৎসবের সাক্ষী হতে লালবাগের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এখানে । সূচনার দিন সকালে লালবাগ সিঙ্ঘী হাইস্কুল থেকে প্রভাত ফেরি বের হয় । প্রভাত ফেরিতে দুই বাংলার বাউল, ফকির শিল্পীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা এবং স্কুলের পড়ুয়ারা যোগ দেন । পাঁচরাহা, আস্তাবল মোড়-সহ শহরের বিভিন্ন এলাকা ঘুরে প্রভাত ফেরি সিঙ্ঘী স্কুলে শেষ হয় । সকাল 11টা থেকে আমগাছের তলায় আখড়ার পরিবেশে আড্ডার আঙ্গিকে গান, বাজনা, আলাপ-আলোচনা ও দুই বাংলার সংস্কৃতির আদানপ্রদান হয় । বিকেল 5টা থেকে দুই বাংলার শিল্পীরা গান পরিবেশন করেন । বাউল, ফকির উৎসবে এসেছিলেন খাগড়ার বাসিন্দা সুরেশ রায় । তিনি জানান, বাউল গানের আসর এখন সেভাবে আর হয় না । ক্রমশ বাংলার এই প্রাচীন ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে । বাড়ির কাছেই বাউল ফকির উৎসব হচ্ছে শুনেই চলে এসেছেন তিনি । এই উৎসব কমিটির এক সদস্যের বক্তব্য, দুই বাংলার সংস্কৃতির মিলনই তাঁদের এই উৎসবের মূল উদ্দেশ্য । প্রথম দিন থেকেই মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.