Titagarh Bomb Blast: টিটাগড় স্কুলের বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার 4 - Alok Rajoria
🎬 Watch Now: Feature Video
টিটাগর বিস্ফোরণ কাণ্ডে (Titagarh Bomb Blast) চারজনকে গ্রেফতার করল পুলিশ ৷ এমনটাই জানান ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া । ধৃতদের নাম সাধিক,আরমান, বাবলু ও রেহান । তাদের জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই স্কুলের দুই ছাত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটিয়েছে তারা । আবারও শনিবার খবরের শিরোনামে উঠে আসে টিটাগড় । বিশ্বকর্মা পুজোর দিন টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে (Bomb Blast in School) ৷ এরপরই এই ঘটনায় নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন । ঘটনাস্থলে গিয়ে পুলিশ কমিশনার ফরেন্সিক তদন্তের কথাও বলেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST