Bagda MLA on Mamata Banerjee: এবার ভগিনী নিবেদিতার সঙ্গে মমতার তুলনা বাগদার বিধায়কের - গদার বিধায়ক বিশ্বজিৎ দাস
🎬 Watch Now: Feature Video
বনগাঁয় একটি রক্তদান শিবিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রানি রাসমণির সঙ্গে তুলনা করে কয়েকদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Bagda MLA compares Mamata Banerjee with Sister Nivedita) । আর সেই রেশ কাটতে না কাটতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগিনী নিবেদিতার সঙ্গে তুলনা করলেন তিনি । শনিবার বাগদার হেলেঞ্চা বাজারে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমনই মন্তব্য করেন । বিশ্বজিৎ দাস বলেন, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আমরা ভগিনী নিবেদিতার ছায়া দেখতে পাই ।" যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ।
Last Updated : Feb 3, 2023, 8:25 PM IST