Bad Condition of Bridze: বেহাল সেতু ! প্রাণের ঝুঁকি নিয়ে চলছে পারাপার - Piyali River Bridze in Baruipur South 24 Pgs

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Dec 26, 2022, 9:40 PM IST

Updated : Feb 3, 2023, 8:37 PM IST

দীর্ঘদিন ধরে কাঠের সেতুর বেহাল দশা ৷ বারে বারে পঞ্চায়েতে জানিয়েও কোনও সুরাহা হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। এমন অবস্থা দক্ষিণ 24 পরগনার বারুইপুরের উত্তরভাগ দমদমা এলাকাতে। পিয়ালী নদীর ওপর একটি কাঠের সেতু রয়েছে (Bad Condition of Piyali River Bridze) ৷ দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে সেই কাঠের সেতুর অবস্থা বেহাল ৷ যদিও সেতুর এই দশার কারণে পাশে সাবধানতা বোর্ড আটকানো রয়েছে, তাতে লেখা এই সেতু পারাপারের পক্ষে অযোগ্য ৷ কিন্তু এই সেতু দিয়ে না-পারাপার করলে তাঁদের 5 কিমি অন্যত্র পথ দিয়ে যেতে হবে ৷ তাই প্রাণের ঝুঁকি নিয়ে গ্রামবাসীরা প্রতিদিন এই বিপজ্জনক সেতু দিয়ে যাতায়াত করেন। যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা ৷ প্রশাসনকে বারবার এই সেতু সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসীরা ৷ কিন্তু তাতে কর্ণপাত করেনি স্থানীয় প্রশাসন ৷ যদিও প্রশাসনের দাবি, ইতিমধ্যেই সেতু মেরামতি করার ও কংক্রিটের সেতু নির্মাণ করার জন্য টেন্ডার হয়ে গিয়েছে ৷ খুব শীঘ্রই ওই সেতু মেরামতির কাজ শুরু হবে।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.