The Kerala Story: কেমন লাগল 'দ্য কেরালা স্টোরি', ব্যান করার মতো কি ? রইল দর্শক সমীক্ষা - দ্য কেরালা স্টোরি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 9, 2023, 3:56 PM IST

'দ্য কেরালা স্টোরি' সিনেমা এ রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিকৃত তথ্য দিয়ে ছবি তৈরি হচ্ছে । এটা চললে শান্তি বজায় থাকবে না বলে দাবি করেছেন তিনি। এরপরই নবান্ন থেকে সোমবার ঘোষণা করা হয় যে সিনেমা হলগুলি এই ছবি চালাবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷ তবে ইতিমধ্যেই হুগলি-সহ বিভিন্ন জেলা ও কলকাতায় এই ছবি চলেছে বেশ কিছুদিন। আর বেশ কিছু জায়গায় এটি হাউসফুলও হচ্ছে । দর্শকরা অনেকেই এই সিনেমাকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন । তাঁদের অনেকের দাবি, এই সিনেমা একটি ডকুমেন্টারির মতো। এটা দেখলে অনেকেই সচেতন হতে পারবেন ।

তবে এই সিনেমা দেখতে ভিড় করেছেন বহু দর্শক । পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা হওয়ার দিনেও ইভনিং শো-তে হুগলির কয়েকটি হলে চলেছে সুদীপ্ত সেনের এই ছবির স্ক্রিনিং । চুঁচুড়া, শেওড়াফুলিতেও হল কেরালা স্টোরির প্রদর্শন । চুঁচুড়ার একটি মলে ছবি দেখে বেরিয়ে দর্শকদের প্রতিক্রিয়া, বিতর্ক সরিয়ে ছবিটা সবার দেখা উচিত । অনেকটা ডকুমেন্টারির মত এই ছবি । সিরিয়ার ঘটনা সংবাদে যা দেখা যায় তার সঙ্গে মিল আছে। উসকানিমূলক কিছু নেই ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.