Arvind Kejriwal: কলকাতায় এলেন কেজরিওয়াল, নবান্নে বৈঠক মমতার সঙ্গে
🎬 Watch Now: Feature Video
পূর্ব নির্ধারিত সূচি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে কলকাতায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ এদিন দুপুরে দমদম বিমানবন্দরে নামেন কেজরিওয়াল ৷ তাঁর সঙ্গে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, আপ সাংসদ রাঘব চাড্ডা, দিল্লির শিক্ষামন্ত্রী অতসী প্রমুখ ৷ এদিন দমদম বিমানবন্দরের বাইরে কেজরিওয়াল ও তাঁর সঙ্গীদের স্বাগত জানান রাজ্যের মন্ত্রী সুজিত বোস ও তৃণমূল সাংসদ দোলা সেন। বিমানবন্দর থেকে তাঁরা সোজা চলে যান নবান্নে ৷ সেখানে দিল্লির মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সেই প্রেক্ষিতে এদিন মমতা ও কেজরিওয়ালের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এর আগে কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করে গিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী ও সপা নেতা অখিলেশ যাদব ৷ দিল্লির প্রশাসনিক ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রতি যে অধ্যাদেশ জারি করেছে কেন্দ্র, তা নিয়েও নবান্নের এদিনের বৈঠকে আলোচনা হতে পারে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে ৷