Joe Biden in Sand Art: ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট, বালুশিল্পে জো বাইডেনকে স্বাগত সুদর্শনের - Sudarshan Welcoming joe biden through sand art

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 1:53 PM IST

জি-20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ শুক্রবার সন্ধ্যায় নয়াদিল্লিতে পৌঁছনোর কথা রয়েছে তাঁর ৷ এর জন্য কড়া নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ৷ তার আগে মার্কিন প্রেসিডেন্টকে বালুশিল্পের মাধ্যমে ভারত সফরে স্বাগত জানালেন শিল্পী সুদর্শন পট্টনায়ক ৷ পুরীর নীলাদ্রি সৈকতে প্রায় 2 হাজার প্রদীপ ব্যবহার  জো বাইডেনকে ভারতে স্বাগত জানাতে একটি আকর্ষণীয় বালি শিল্প তৈরি করেছেন তিনি ৷ সেখানে মার্কিন প্রেসিডেন্টের ছবির পাশে লেখা রয়েছে 'ওয়েলকাম টু ভারত' ৷ বরাবরই তাঁর বালুশিল্প দেখতে ভিড় জমান সকলে ৷ এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ৷ 

শুক্রবার নয়াদিল্লি পৌঁছে ওই দিন রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর ৷ তবে ক'দিন আগে তাঁর স্ত্রীর করোনা পজিটিভ হওয়ায় প্রশ্ন উঠছিল জো বাইডেন ভারতে আসবেন কি না ৷ যদিও তিনি নেগেটিভ ছিলেন ৷ এরপর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্টের করোনার কোনও লক্ষণ নেই ৷ ফলে তাঁর সফরসূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না ৷ 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.