HS Result 2023: চিকিৎসক হতে চায় উচ্চমাধ্যমিকে ষষ্ঠ ধূপগুড়ির অঙ্কুর রায় - উচ্চমাধ্যমিকে ষষ্ঠ ধূপগুড়ির অঙ্কুর রায়
🎬 Watch Now: Feature Video
মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকেও মেধাতালিকায় জায়গা করে নিয়েছে জলপাইগুড়ি ৷ রাজ্যের মেধাতালিকায় ষষ্ঠস্থানে রয়েছে এই জেলা ৷ জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের বৈরতীগুড়ি হাইস্কুলের ছাত্র অঙ্কুর রায় এবারের উচ্চমাধ্য়মিকে 12 জনের সঙ্গে যুগ্মভাবে ষষ্ঠ হয়েছে ৷ তাঁর প্রাপ্তনম্বর 491 ৷ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে অঙ্কুরের ৷ অঙ্কুর জানিয়েছে, এত ভালো রেজাল্ট করবে তা ভাবতে পারেনি ৷ টিভিতেই প্রথম নিজের রেজাল্টের কথা জানতে পারে সে ৷
অঙ্কুর রায়ের বাবা রবিকান্ত রায় ধূপগুড়ি পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মী ৷ মা ভারতী রায় গৃহবধূ ৷ ছেলের এই সাফল্যে তাঁরা খুবই খুশি ৷ আত্মীয়-পরিজন এবং প্রতিবেশী সকলে জনে জনে এসে অভিনন্দন জানিয়ে যাচ্ছেন ৷ অঙ্কুর জানিয়েছে, কোনও গতে বাধা রুটিনে পড়াশোনা করেনি সে ৷ সময় বুঝে নিজের মতো করে পড়াশোনা করেছে অঙ্কুর ৷ আর পড়াশোনার বাইরে খেলাধূলোতেও সমানভাবে পারদর্শী সে ৷ জেলা থেকে প্রথম হয়েছে অঙ্কুর ৷ ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা ৷ জানালেন, অঙ্কুরকে তাঁরাও চিকিৎসক হিসেবে দেখতে চান ৷ ইতিমধ্যে, মেডিক্যালের প্রস্তুতি শুরু করে দিয়েছে সে ৷ উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় জায়গা করে নেওয়ার পর নিজের পরবর্তী লক্ষ্যে এগিয়ে যেতে চায় অঙ্কুর দাস ৷