Durgapur News : দুর্গাপুরে 'দুয়ারে মদ' প্রকল্প শুরুর আগেই মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিবাদ - All India Mahila Sanskritik Sangathan staged protest in Durgapur
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15327235-15-15327235-1652949284022.jpg)
বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার প্রকল্পটির নাম 'ই- রিটেল' পরিষেবা রাখা হলেও, লোকমুখে 'দুয়ারে মদ' নামেই জনপ্রিয় হচ্ছে এই ব্যবস্থা । এই 'দুয়ারে মদ' প্রকল্প নিষিদ্ধ করার দাবিতে দুর্গাপুরের সিটি সেন্টার জুড়ে আজ বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন ( All India Mahila Sanskritik Sangathan staged protest in Durgapur)। দুর্গাপুরের ডিএমসি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সংগঠনের মহিলা কর্মীরা । নারী নির্যাতনের প্রতিবাদের পাশাপাশি অন্যান্য রাজ্যের মতো মদ নিষিদ্ধ করতে হবে, এই দাবি তোলেন তাঁরা । ডিএমসি মোড়ে প্রায় কুড়ি মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি । যার জেরে সাময়িক যানজটের সৃষ্টি হয় (Protest for liquor ban in Durgapur)। অবিলম্বে দাবিগুলি না মানা হলে লাগাতার আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ।
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST