ওভারব্রিজের নীচে ফাঁসল বিমান ! ট্রাকের চাকার হাওয়া বের করল পুলিশ - Bihar
🎬 Watch Now: Feature Video
Published : Dec 29, 2023, 6:56 PM IST
আকাশে নয়, ওভারব্রিজের নীচে আস্ত বিমান ৷ হ্যাঁ, আজব হলেও এমনই ঘটনা ঘটল বিহারের পূর্ব চম্পারণ জেলার পিপরাকোঠি চৌকে ৷ একটি ট্রাক একটি বিমান নিয়ে যাচ্ছিল ৷ 28 নম্বর জাতীয় সড়কে ওভারব্রিজের নীচে বিমানটি আটকে যায় ৷ স্বভাবতই যানজটের সৃষ্টি হয় ৷ রাস্তায় আটকে পড়ে যানবাহন ৷ এমন খবর পেয়ে আশপাশ থেকে বহু মানুষ ডাঙায় বিমান দেখতে ছুটে আসেন ৷ কেউ বিমানের সঙ্গে সেলফি তুলতে থাকেন ৷ কেউ বা দৃশ্যের ছবি, ভিডিয়ো তোলেন ৷ ব্রিজের নীচে ফেঁসে যাওয়া বিমানটিকে কেন্দ্র করে ভিড় জমে যায় ৷
স্থানীয় সূত্রের খবর, মুম্বইয়ে নিলামে এই বিমানটি কিনেছেন এক ব্যবসায়ী ৷ বিমানটিকে একটি বড় ট্রাকে মুম্বই থেকে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল ৷ এদিকে বিহারের পিপরাকোঠিতে গোপালগঞ্জের দিক থেকে আসা গাড়িগুলিকে ওভারব্রিজের নীচ দিয়ে যেতে হয় ৷ ট্রাকটি পিপরাকোঠির কাছে ওই ওভারব্রিজের নীচে ফেঁসে যায় ৷
ট্রাকচালক ট্রাকটিকে বের করে আনার খুব চেষ্টা করেন ৷ কিন্তু তিনি পারেননি ৷ খবর পেয়ে পিপরাকোঠি থানার পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন ৷ পুলিশ ট্রাকের সব চাকাগুলির হাওয়া বের করে দেয় ৷ এতে ট্রাকের উচ্চতা কমে যায় ৷ আর খুব সহজেই বিমান-সহ ট্রাকটিকে বের করে আনা সম্ভব হয় ৷ যানচলাচলও স্বাভাবিক হয়ে যায় ৷