Turtles Death: একের পর এক কচ্ছপের মৃত্যু, শিবদিঘি পরিদর্শনে প্রশাসনিক দল - Administrative team visit Shiv Dighi
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16944837-thumbnail-3x2-coochbehar.jpg)
বানেশ্বর শিব মন্দিরের শিবদিঘিতে কচ্ছপের মড়ক ৷ আটকাতে শেষমেশ নড়েচড়ে বসল কোচবিহার জেলা প্রশাসন (administrative team visit Shiv Dighi) । বুধবার সকালে প্রশাসনের একটি বিশেষ প্রতিনিধি দল বানেশ্বর শিবদিঘি পরিদর্শন করে । কচ্ছপ মৃত্যু আটকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে শিবদিঘির জল বের করে আলাদা করা হবে । এরপর বিশেষজ্ঞ দল এসে সমস্ত বিষয় খতিয়ে দেখবে। বুধবার এলাকা পরিদর্শন শেষে এমনটাই জানালেন কোচবিহার সদরে ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা কোচবিহার দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি বিশ্বদীপ মুখোপাধ্যায়।
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST