Adhir Slams Mamata মুখ্যমন্ত্রী গরু চোর কাণ্ডের নায়িকা, মমতাকে তুলোধোনা অধীরের
🎬 Watch Now: Feature Video
গরু পাচার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury criticises CM Mamata Banerjee on cattle smuggling Issue)৷ মঙ্গলবার বহরমপুরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,"গরু পাচারের সব থেকে বড় নায়িকার নাম মমতা বন্দ্যোপাধ্যায় । সীমান্ত জেলার প্রত্যেক এসপিকে মাসোহারা পাঠাতে হয় মুখ্যমন্ত্রীর কাছে(Adhir Slams Mamata)। যত তদন্ত হবে তত সামনে আসবে গরু পাচারের টাকা কার কার কাছে গিয়েছে । টাকার ভাগ মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছে । অনুব্রত মণ্ডলের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীকে অবজ্ঞা, অস্বীকার করে রাজ্য পুলিশকে এড়িয়ে একলা টাকা কামানোর । আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক এসপিকে মুখ্যমন্ত্রীর কাছে মাসোহারা পাঠাতে হয় । পার্থ, অনুব্রত একা দোষী নয় । তদন্ত যত এগোবে তত সামনে আসবে আর কারা কারা জড়িত । পশ্চিম বাংলা থেকে অসম পর্যন্ত গরু পাচার দীর্ঘদিন ধরে চলছে ।"
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST