Narendra Modi: মোদির হাতে সেঙ্গল, ঐতিহাসিক রাজদণ্ডেই শুরু নতুন ইতিহাস - Modi

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 27, 2023, 9:37 PM IST

Updated : May 28, 2023, 7:34 AM IST

সেঙ্গল শব্দটির বুৎপত্তি 'সেম্মাই' থেকে । তামিল এই শব্দটির আভিধানিক অর্থ হল 'ন্যায়' । সেই ন্যায়ের প্রতীকই এবার শোভা পাবে সেন্ট্রাল ভিস্তায় । আগামিকাল রবিবার, নয়া সংসদ ভবনে এই রাজদণ্ড বসাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । দেশের স্বাধীনতার প্রতীক সেঙ্গল, ভারতের সার্বভৌমত্বের রাজদণ্ড । যা ইংরেজ শাসনকে শেষ করে দেশের মুক্তির কথা বলে । স্বাধীনতার হস্তান্তরের সময় এই রাজদণ্ড তুলে দিয়েছিলেন শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন । রাজা গোপালাচারীর মস্তিষ্কপ্রসূত ওই প্রতীক তৈরির দায়িত্বে ছিল তিরুভাভাদুথুরাই মঠ । 

শনিবাসরীয় অনুষ্ঠানে ঐতিহাসিক প্রতীকের হস্তান্তর হল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের স্বাধীনতার প্রতীক তুলে দিল মাদুরাই অধিনাম ৷ রবিবার ওই সেঙ্গলই নতুন সংসদ ভবনে স্পিকারের চেয়ারের সামনে এটি স্থাপন করবেন মোদি । দেশের অন্যতম প্রাচীন এবং স্বাধীনতার সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত প্রতীক তুলে ধরা হবে গনতন্ত্রের পীঠস্থানে ৷ তিরুভাভাদুথুরাই আধিনাম জানিয়েছে, তামিলনাড়ুর জন্য এটি একটি গর্বের বিষয় ৷ নতুন সংসদ ভবনে ন্যায়বিচারের প্রতীক সেঙ্গল স্থাপন করা হবে ৷ একই সঙ্গে জানানো হয়েছে, কিছু লোক মিথ্যা প্রচার করছে । সবমিলিয়ে ঐতিহাসিক প্রতীকেই ইতিহাসের নয়া ক্ষণে দেশ ৷

Last Updated : May 28, 2023, 7:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.