Durga Puja 2023: পুজোর আনন্দে মাতোয়ারা কাজল, আত্মীয়-বন্ধুদের সঙ্গে নানা মুডে ধরা দিলেন নায়িকা - Kajol visits Durga Puja Pandal

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 8:12 AM IST

দিন যায়, দিন আসে ৷ তবে পাল্টায় না পুজোয় আনন্দ ৷ দুর্গোৎসবে মেতে উঠেছে বাংলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে বসবাসকারী মানুষ ৷ বাঙালিরদের হাত ধরে বিদেশেও ছড়িয়েছে পুজোর সৌরভ।প্রবাসী বাঙালিরাও উমার ঘরে ফেরার আনন্দে সামিল ৷ সেই আনন্দে যোগ দিয়েছেন সেলিব্রিটিরাও ৷ মুম্বইয়ে অভিনেত্রী কাজলের এমনই নানা মুহূর্ত ফ্রেমবন্দি হল ৷ শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহুতে নর্থ বোম্বে সর্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলে কাটালেন 'ডিডিএলজি' অভিনেত্রী ৷

হলুদ শাড়ি, লাল ব্লাউজ, মাথায় খোঁপা আর অল্প গয়না ৷ সঙ্গে সেই ভীষণ চেনা হাসি ৷ প্যান্ডেলে আত্মীয়-স্বজনদের সঙ্গে একেবারে আলাদা মুডে দেখা গেল কাজলকে ৷ কখনও তাঁকে দেখা গেল পরিবারের প্রবীণ সদস্যদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে ৷ কখনও আবার অন্য়দের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন ৷ পুজো দিলেন ৷ পুরোহিতকে প্রণাম করতেও ভুললেন না কুছ কুছ হোতা হ্যায়-এর নায়িকা ৷ 

কাজল থেকে শুরু করে রানি মুখোপাধ্যায় বা অভিজিৎ ভট্টাচার্যের মতো তারকারা পুজো এলেই হয়ে ওঠেন আর পাঁচজন সাধারণ বাঙালির মতোই ৷ সারা বছরের সমস্ত ব্যস্ততা দূরে রেখে মাতৃবন্দনায় নিজেদের সঁপে দেন টিনসেল টাউনের তারকারা ৷ এবারও দেখা গেল সেই ছবি। পুজোর বাকি দিনগুলোতে ধরা পড়বে এমনই নানা মন ভালো করে দেওয়া ছবি।   

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.