TET Agitation: টেট উত্তীর্ণদের উপর পুলিশের জুলুম ! প্রতিবাদে পথে নামল এবিপিটিএ - প্রিতাবদ মিছিল
🎬 Watch Now: Feature Video
টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের আন্দোলন (TET Agitation) চলাকালীন পুলিশ যেভাবে তাঁদের টেনে, হিঁচড়ে অবস্থান তুলে দেয়, করুণাময়ীর সেই ঘটনার (Karunamoyee Incident) নিন্দায় সরব হল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি (All Bengal Primary Teachers Association) বা এবিপিটিএ (ABPTA) ৷ সেই ঘটনার প্রতিবাদে সোমবার সল্টলেক সিটি সেন্টার থেকে মিছিল শুরু করেন সংগঠনের সদস্যরা ৷ মিছিলের গন্তব্য ছিল করুণাময়ী ৷ কিন্তু, তার আগেই ইন্দিরা ভবনের কাছে মিছিল আটকে দেয় পুলিশ ৷ এরপর সেখানেই বসে পড়েন প্রতিবাদীরা ৷ শুরু হয় অবস্থান বিক্ষোভ ৷ পুলিশ বিক্ষোভকারীদের হঠাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST