Abhishek Banerjee: কোচবিহার পৌঁছে মদনমোহন শরণে অভিষেক, দিলেন পুজো - তৃণমূলের গ্রাম সংযোগ কর্মসূচি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 24, 2023, 6:00 PM IST

সোমবার কোচবিহার থেকে শুরু হয়েছে তৃণমূলের 'নব জোয়ার কর্মসূচি' ৷ এই কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকেলে কোচবিহারে পৌঁছন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ হেলিকপ্টারে কোচবিহারের এবিএন শীল কলেজ মাঠে নামেন তিনি ৷ এরপর সেখান থেকে যান বিখ্যাত মদনমোহন মন্দিরে ৷ সেখানে এদিন পুজোও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর সড়কপথে বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার বামনহাটে যান তিনি । এখানেই সোমবার রাত্রিবাস করার কথা তৃণমূলের যুবরাজের ৷ মঙ্গলবার সকালে গিতালদহে বিএসএফের গুলিতে মৃত রাজবংশী যুবক প্রেমকুমার বর্মনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন তিনি। এরপর মাধাইখাল কালীমন্দিরেও পুজো দেবেন তিনি । সেখান থেকে সাহেবগঞ্জ ফুটবল মাঠে ও সিতাই বিধানসভা কেন্দ্রের গোসানিমারি ও শীতলকুচিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, জেলায় তিনদিন থাকবেন অভিষেক ৷ তাঁর কর্মসূচির জন্য বিরাট আয়োজন করা হয়েছে জেলা তৃণমূলের পক্ষ থেকে ৷ যেখানে অভিষেক অধিবেশন ও রাত্রিবাস করবেন সেখানে তৈরি হয়েছে আধুনিক তাঁবু ৷ এই তাঁবুগুলিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকেও বসার কথা তাঁর ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.