Abhishek Banerjee: নবজোয়ার যাত্রা শেষে বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদান অভিষেকের - Abhishek Banerjee
🎬 Watch Now: Feature Video
দক্ষিণ 24 পরগনায় বারুইপুরের ফুলতলা বাজার থেকে নবজোয়ার যাত্রা শুরু হয় বুধবার ৷ শেষ হয় জয়নগরে ৷ বুধবার যাত্রা শেষে রক্তদান শিবির পরিদর্শনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জয়নগর মজিলপুর পৌরসভার তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ শিবির পরিদর্শনে গিয়ে রক্তদাতাদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর তিনি নিজে রক্তদান করেন ৷ আজ বিশ্ব রক্তদাতা দিবসের কথা মাথায় রেখেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ৷ এই শিবিরে প্রায় 300 থেকে 350 জন রক্তদাতা এদিন রক্ত দেন ।
নবজোয়ার যাত্রা শেষে এদিন জয়নগর মজিলপুর পৌরসভার মাঠে রক্তদান শিবিরে পৌঁছে বেশ কিছুক্ষণ বিশ্রাম নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এরপর সবার মতোই ডাক্তারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সমস্ত রকম স্বাস্থ্য পরীক্ষার পর রক্তদান করেন তিনি । প্রসঙ্গত, তৃণমূলে নবজোয়ার কর্মসূচি শুরু হয়েছিল কোচবিহার থেকে ৷ পরশু 16 জুন দক্ষিণ 24 পরগনা জেলাতেই শেষ হবে এই যাত্রা ৷ এই যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব কাছ থেকে দেখেছেন সাধারণ মানুষ ৷ জনস্রোতে মিশে আজ রক্তও দিলেন ৷ আর একদিন পরেই এই নবজোয়ার যাত্রার সমাপ্তি ৷