Independence Day 2023: রামোজি ফিল্ম সিটিতে 77তম স্বাধীনতা দিবস উদযাপন - Independence Day celebrations at Ramoji Film City

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 15, 2023, 4:44 PM IST

হায়দরাবাদে বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটিতে স্বাধীনতা দিবস উদযাপন ৷ মঙ্গলবার 77তম স্বাধীনতা দিবসে পতাকা তুললেন রামোজি ফিল্ম সিটির ম্যানেজিং ডিরেক্টর বিজয়েশ্বরী চেরুকুরি ৷ তারপরই সকলে গাইলেন জাতীয় সঙ্গীত ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উষাকিরণ মুভিজ লিমিটেডের ডিরেক্টর শিবরামকৃষ্ণ ও রামোজি গ্রুপ অফ কোম্পানির হিউম্যান রিসোর্স প্রেসিডেন্ট আটলুরি গোপালরাও ৷ এছাড়াও রামোজি গ্রুপের বিভিন্ন বিভাগের প্রধান-সহ অন্যান্য কর্মীরাও অংশ নেন ৷   

গোটা ফিল্ম সিটি মুড়ে ফেলা হয়েছে তেরঙায় । সেজে উঠেছিল জাতীয় পতাকা উত্তোলনে প্রধান মঞ্চ । অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ফিল্মসিটির কর্মীবৃন্দ । আনন্দ ও উৎসবের মেজাজেই ছিল এদিনের ফিল্মসিটি ৷ এমডি বিজয়েশ্বরী ফিল্ম সিটির সর্বস্তরের কর্মীদের শুভেচ্ছা জানান ৷ তবে শুধু স্বাধীনতা দিবসেই নয়, দেশপ্রেমের অনুভূতি সারাবছরই ফিল্ম সিটিতে থাকে ৷ কারণ এখানকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ ভবনে তেরঙা পতাকা ওড়ে প্রতিদিন । 

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.