R-Day Celebration in RFC: তেরঙা তুললেন রামোজি রাও, সাধারণতন্ত্র দিবস উদযাপন ফিল্ম সিটি'তে - রামোজি রাও
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-17587710-thumbnail-3x2-rfc.jpg)
1950 সালের 26 জানুয়ারি দেশে সংবিধান কার্যকর হয় ৷ সেদিন থেকে ভারত ব্রিটিশ শাসন মুক্ত একটি যুক্তরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় ৷ আজ 74তম সাধারণতন্ত্র দিবস (74th Republic Day Celebration at Ramoji Film City) ৷ দেশের নানা প্রান্তে এদিন সাধারণতন্ত্র দিবস উদযাপন হয়েছে । ব্যতিক্রম নয় রামোজি ফিল্ম সিটিও (Ramoji Film City) । প্রতি বছরের মতো 74তম প্রজাতন্ত্র দিবস উদযাপন হল বিশ্বের সর্ববৃহৎ ফিল্ম সিটিতে । রামোজি গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান রামোজি রাও জাতীয় পতাকা উত্তোলন করেন এদিন সকালে। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রামোজি ফিল্ম সিটির এমডি বিজয়েশ্বরী, ইটিভি ভারতের ডিরেক্টর বৃহতি চেরুকুরি, রামোজি গ্রুপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ এবং সর্বস্তরের কর্মীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।