thumbnail

Teacher Showcased: ঢাকঢোল পিটিয়ে এসআই অফিসে শো-কজের জবাব 74 জন শিক্ষকের

By

Published : Mar 27, 2023, 10:23 PM IST

ঢাকঢোল পিটিয়ে এসআই অফিসে শো-কজের অভিনব জবাব প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের (74 teachers responded Showcased letter to the SI office)। ডিএ'র দাবিতে ধর্মঘট আন্দোলনে সামিল হয়ে স্কুলে অনুপস্থিত থাকায় ফরাক্কা সার্কেলের 74 জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে শো-কজ করেছিল জেলা শিক্ষা দফতর। তারই প্রতিবাদে এবং শোকজের জবাব দিতে অভিনব কৌশল গ্রহণ করেন প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা ।

সোমবার সকালে ঢাকঢোল-বাজনা নিয়ে নেচে, আবির মেখে, কেক নিয়ে এসআই অফিসে শোকজের জবাব দিতে আসেন 74 জন শিক্ষক-শিক্ষিকা । হাতে শো-কজের লেটার ও তার উত্তর কপি নিয়ে কার্যত ফরাক্কা বিডিও অফিস চত্ত্বরে উদ্দীপনার সঙ্গে অভিনব প্রতিবাদের মাধ্যমে শোকজের জবাব দেন শিক্ষকরা । উল্লেখ্য, গত 10 মার্চ ডিএ'র দাবিতে ধর্মঘটের জন্য ফরাক্কা সার্কেলের বিভিন্ন স্কুলের 74 জন শিক্ষক-শিক্ষিকা স্কুলে অনুপস্থিত ছিলেন। ফরাক্কা সার্কেলের 92টি স্কুলের 320 জন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন । 95 শতাংশ শিক্ষক-শিক্ষিকাই যৌথ মঞ্চের ধর্মঘটকে সমর্থন করলেও স্কুলে হাজির হয়ে ক্লাস না-করে প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু ওইদিন অনুপস্থিত ছিলেন 74 জন শিক্ষক-শিক্ষিকা। তাদেরকেই সার্কেলের পক্ষ থেকে শো-কজ নোটিশ ধরানো হয়েছিল। প্রাথমিক শিক্ষকদের অভিনব এই প্রতিবাদ এবং শোকজের জবাব আলোড়ন ফেলেছে এলাকায় । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.