Karnataka Assembly election 2023: পরিবার একটি, ভোটার 65 ! কর্ণাটক নির্বাচনের আকর্ষণ 'বাদামরা' - কর্ণাটকে বিধানসভা নির্বাচন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 10, 2023, 10:47 AM IST

আজ কর্ণাটকে বিধানসভা নির্বাচন ৷ ভোটের চমক বাদাম পরিবার ৷ চিক্কাবাল্লাপুর বিধানসভা কেন্দ্রের এই পরিবারে ভোটার 65 জন ৷ তাঁরা সবাই একসঙ্গে ভোট দিয়েছেন ৷ তাই শহরে বাদাম পরিবারকে নিয়ে চর্চা চলছে ৷ শুধু তাই নয়, 15 বারেরও বেশি নির্বাচনে তাঁরা সবাই ভোট দিয়েছেন ৷ প্রতিদিনের কাজকর্মে ব্যস্ত বাদাম পরিবারের সদস্যরা ৷ তার মধ্যেও এই গণতান্ত্রিক উৎসবে অংশ নিতে পেরে তাঁরা ঊচ্ছ্বসিত ৷ পরিবারের প্রবীণ সদস্য জানালেন, ভোট দিয়ে তাঁরা খুবই আনন্দিত ৷

সকাল 7টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট দেওয়া যাবে ৷ এখনও পর্যন্ত চিক্কাবাল্লাপুর বিধানসভা কেন্দ্রে কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে ৷ 224 টি আসনের বিধানসভা নির্বাচনে এবার কংগ্রেস বনাম বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই ৷ রাজ্যজুড়ে বিশাল পুলিশ বাহিনী রয়েছে ৷ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীও আনা হয়েছে ৷ এমনকী প্রতিবেশী রাজ্যগুলি থেকেও পুলিশ আধিকারিক, হোমগার্ড নিয়ে আসা হয়েছে ৷ সংবেদনশীল বুথগুলিতে ভোট নিয়ে কোনও কারচুপি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন ৷ থাকছে মাইক্রো অবজার্ভার, একাধিক সিসিটিভি ক্যামেরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.