স্মরণে আধুনিক চিত্রশিল্পের পথিকৃৎ, 50তম নন্দনমেলা উপলক্ষ্যে সেজে উঠল কলাভবন - 50th Nandan Mela begins

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 2, 2023, 4:10 PM IST

আধুনিক চিত্রশিল্পের পথিকৃত, প্রতি উৎসবে তাঁর হাতেই সেজে উঠত শান্তিনিকেতন । বিশ্বকবির প্রিয় নন্দলাল বসুর শিল্পবোধ দেশেই থেমে থাকেনি, তাঁর খ্যাতি পৌঁছেছিল বিদেশের মাটিতেও । ভারতের সর্বোচ্চ চার বেসামরিক পদক ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রীর নকশা একেছিলেন কিংবদন্তি শিল্পী । ভারতের সংবিধানের মূল পাণ্ডুলিপিও নন্দলাল বসু ও তাঁর ছাত্র রামমনোহর সিংহের হাতে আঁকা । শিল্পাচার্যকে স্মরণ করতেই তাঁর সাধের কলাভবনে আয়োজন করা হয় নন্দনমেলার । 

চলতি বছরে 50তম বর্ষে পা দিয়েছে নন্দনমেলা । অর্ধ-শতবর্ষে পা দেওয়ায় বেড়েছে অঙ্গসজ্জ্বা । বিশ্বভারতীর প্রয়াত উপাচার্যের জন্মদিনকে স্মরণে রাখতে প্রতি বছর 1 ও 2 ডিসেম্বর কলাভবন চত্ত্বরে বসে তাঁর নামানুসারে এই 'নন্দনমেলা' । দু'দিন চলে এই শিল্পমেলা । সারা বছর পড়ুয়াদের হাতে তৈরি শিল্প সামগ্রী মেলায় প্রদর্শিত হয় ও বিক্রি হয় । কলাভবনের ছ'টি বিভাগ সেরামিক, গ্রাফিক্স, টেক্সস্টাইল, স্কাল্পচার, পেন্টিং, হিস্ট্রি অফ আর্টের স্টল রয়েছে । এছাড়া রয়েছে প্রাক্তনীদের স্টল, খাবারের স্টলের পাশাপাশি শিল্পকলার উপর লেখা বইয়ের স্টলও । কলাভবন চত্ত্বরে এই মেলায় পড়ুয়া, শিল্পীদের পাশাপাশি রয়েছে বিদেশিদের ভিড়ও । 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.