4 People Burnt Alive: মর্মান্তিক! চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত একই পরিবারে চার সদস্য - জীবন্ত অগ্নিদ্বগ্ধ 4
🎬 Watch Now: Feature Video
জাতীয় সড়কে চলন্তগাড়িতে আগুন ৷ প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য ৷ মঙ্গলবার রামপুর মনিহারান এলাকায় আম্বালা-দেরাদুন হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ৷ আগুন দেখে ছুটে আসেন স্থানীয়রা, তবে কাউকেউ বাঁচানো যায়নি আগুনের হাত থেকে ৷ পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ৷ চলন্ত গাড়িতে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
জানা গিয়েছে, মৃতরা উত্তরাখণ্ডের হরিদ্বার এলাকার জ্বলাপুর শহরের বাসিন্দা ৷ গাড়িটি সাহারানপুর থানার রামপুর মনিহারান এলাকার আম্বালা-দেরাদুন এলাকায় পৌঁছতেই আগুন লাগে চলন্ত গাড়িতে। গাড়ির চালক ও পরিবারের লোকজন কিছু বুঝে উঠার আগেই আগুন আগ্রাসী রূপ নেয় ৷ নিমেষের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি ৷ সমস্ত ঘটনা এত দ্রুত ঘটে যে, যাত্রীরা গাড়ি থেকে নামার সুযোগ পাননি ৷
প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত গাড়িটিতে হঠাৎই আগুন জ্বলতে দেখা যায় ৷ চালাক গাড়িটি থামানোর চেষ্টা করলেও ব্রেক কাজ না-করায় তা সম্ভব হয়নি ৷ অনুমান অগ্নিকাণ্ডে গাড়ির ব্রেকের তার পুড়ে যাওয়ায় গাড়িটি থামানো যায়নি ৷ গাড়িটির জানালা বন্ধ থাকায় কাউকে উদ্ধার করাও সম্ভব হয়নি ৷ খবর পেয়েই দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও পুলিশ বাহিনী ৷ যদিও ততক্ষণে অনেকটাই দেরি হেয়ে গিয়েছে ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ৷ তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ ৷