26/11'র 15 বছর... দগদগে স্মৃতি নিয়েই শহীদ স্মরণ মায়ানগরীতে

🎬 Watch Now: Feature Video

thumbnail

26/11 Terror Attacks in Mumbai: মুম্বইয়ে 26/11 সন্ত্রাসবাদী হামলার 15 বছর পূর্ণ হল আজ ৷ মহারাষ্ট্রের গভর্নর রমেশ বাইস এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রবিবার মুম্বইয় পুলিশ কমিশনারেটে শহিদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ৷ উল্লেখ্য, 15 বছর আগে আজকের দিনেই জলপথে লস্কর-ই-তৈবার 15 জন সদস্য ভারতে প্রবেশ করে সন্ত্রাসবাদী হামলা চালায় বাণিজ্যনগরীতে ৷ বিদেশী-সহ 166 জনের বেশি নিহত হয়েছিলেন নৃশংস সেই হামলায় ৷ আহত হয়েছিলেন 300 জনেরও বেশি। এদিন মুম্বই হামলায় শহিদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, দীপক বসন্ত কেসারকর এবং মঙ্গল প্রভাত লোধা-সহ বেশ কয়েকজন মন্ত্রী ৷ সাধারণ মানুষকে বাঁচাতে গিয়ে সেদিন 18 জন রাজ্যের পুলিশকর্মী ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কর্মী শহিদ হন ৷ তৎকালীন সন্ত্রাস দমন শাখা (এটিএস) প্রধান হেমন্ত কারকারে, এনএসজির মেজর সন্দীপ উন্নীকৃষ্ণন, মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার অশোক কামতে, সিনিয়র পুলিশ ইন্সপেক্টর বিজয় সালাসকার এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তুকারাম ওম্বলে হামলায় শহিদ হন ৷ ছত্রপতি শিবাজী টার্মিনাস, ওবেরয় ট্রাইডেন্ট, তাজ হোটেল, লিওপোল্ড ক্যাফে, কামা হাসপাতাল এবং নরিমান হাউস ইহুদি কমিউনিটি সেন্টার, বর্তমান যার নাম নরিমান লাইট হাউস-এই জায়গাগুলিতে অবাধে হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা ৷ সেই হামলার পর বেশ কয়েক বছর কেটে গেলও 26/11-র ক্ষত আজও তরতাজা দেশবাসীর কাছে।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.