Road Accident in Burnpur: বালিভরতি লরির ধাক্কায় মৃত 2, প্রশাসনকে তোপ তৃণমূল নেতার - আসানসোল পৌরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র
🎬 Watch Now: Feature Video
থানা থেকে শুরু করে পুলিশ কমিশনারেট ৷ অনিয়ন্ত্রিত বালি গাড়ি নিয়ে বারবারই সরব হয়েছেন তৃণমূল শিক্ষাসেলের রাজ্য সভাপতি তথা আসানসোল পৌরনিগমের কাউন্সিলর অশোক রুদ্র। সেই অনিয়ন্ত্রিত বালিভরতি লরির ধাক্কাতে 2 যুবকের মৃত্যুকে (2 People Died in Road Accident) কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি ৷ মঙ্গলবার রাতে হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর রোডে চিত্রা মোড়ের সামনে এই পথ দুর্ঘটনাটি ঘটে। মৃত দুই যুবকের নাম বিদেশ দেওঘরিয়া (28) ও বিট্টু সিং (27)। তাঁদের বাড়ি বার্নপুর শহরেই। দু'জনেই তৃণমূল কর্মী ছিলেন বলে দাবি করেছেন অশোক রুদ্র। বুধবার সকাল থেকে বিষয়টি জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েছে সকলেই (Road Accident in Burnpur)।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST