Belur Math: শ্রী শ্রী মা সারদার 170তম জন্মতিথি, মহাসমারোহে উদযাপন বেলুড় মঠে
🎬 Watch Now: Feature Video
শ্রী শ্রী মা সারদার (Sarada Devi) 170তম জন্মতিথি (Birth Anniversary) আজ । সারাদিনব্যাপী বেলুড় মঠ রামকৃষ্ণ মন্দিরে (Belur Math Ramakrishna Mandir) নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই দিন এই উপলক্ষ্যে বহু মানুষের সমাগম ঘটে বেলুড় মঠে ৷ গত দু'বছরের পর এবার মহাসমারহে মা সারদার জন্মতিথি পালন করা হচ্ছে ৷ এদিন প্রথমে ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে হয় মঙ্গল আরতি । এছাড়াও বেদ পাঠ, স্তব গান, ভজন, বিশেষ পুজো, হোম, মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি, গীতিনাট্য শ্যামা সংগীত, পদাবলী কীর্তন ভজন, ধর্ম সভা, প্রসাদ বিতরণ সন্ধ্যা আরতি ও ভজন-সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ৷ এদিনের অনুষ্ঠানে দর্শনার্থীরা আসতে পেরে আনন্দে আত্মহারা ৷ অনেকে আনন্দে কেঁদে ফেলেন ৷ মা সারদার জন্মতিথির দিন বেলুড় মঠে আসাটা তাদের কাছে বড় পাওনা বলে জানান দর্শনার্থীরা ।
Last Updated : Feb 3, 2023, 8:35 PM IST