Fishing Vessel Rescued: ঝড়ের কবলে পড়ে বিকল! 13 মৎসজীবী-সহ ওড়িশার ট্রলার উদ্ধার দিঘায়
🎬 Watch Now: Feature Video
মাঝপথে ঝড়ের কবলে পড়ে বিকল হয়ে গিয়েছিল ওড়িশার একটি ট্রলার ৷ 13 জন মৎস্যজীবীকে নিয়ে বুধবার দুর্ঘটনগ্রস্ত ট্রলারটি উদ্ধার করা হয়েছে দিঘায়। ঘরে ফেরার পথে উত্তাল সমুদ্রে ট্রলারের ইঞ্জিনটি বিকল হয়ে যায়। 13 জন মৎস্যজীবী-সহ দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটি ভাসতে ভাসতে এদিন দিঘার ওসিয়ানা ঘাটে চলে আসে। মৎসজীবীরা জানান, প্রায় 80 নটিক্যাল মাইল গভীর সমুদ্রে আমাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়। তারপর নোঙর তুলে 30 ঘণ্টা ভেসে থাকার পর দিঘার ওসিয়ানা ঘাটে ট্রলারটি চলে আসে।
তারপর স্থানীয়রা 13 জন মৎস্যজীবীদের উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে যান। তাঁদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। প্রত্যেকেই এখন সুস্থ রয়েছেন। মৎস্যজীবীদের তরফ থেকে আরও জানা যায়, ওড়িশার কষা ফলিয়া মোহনার ট্রলারটির নাম মা হেদুলা। ট্রলার মালিককে সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে অতি গভীর নিম্নচাপ। যার জেরে দ্রুত ফিরে আসতে বলা হয়েছে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে। ঘরে ফেরার পথে গতকাল রাতে সাগরে একটি ট্রলার ডুবে যায়। কোনওক্রমে রক্ষা পান 17 জন মৎস্যজীবী। মাঝপথে ফিরে আসায়, ইলিশের মরশুমে বড় রকমের লোকসানের আশঙ্কা করছেন মৎস্যজীবীরা।