thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 11:07 AM IST

ETV Bharat / Videos

Save River: নদীকে বাঁচাতে গঙ্গাসাগরের তীরে জ্বলে উঠল 108 পঞ্চপ্রদীপ

দিনের পর দিন গঙ্গা দূষণ বেড়ে চলেছে ৷ আর এই গঙ্গা দূষণের ফলে নদীতে থাকা বিভিন্ন প্রজাতির মাছের অস্তিত্ব সংকটে । গঙ্গা দূষণ রোধ করার লক্ষ্যে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা কপিল মুনি আশ্রমের সামনে গঙ্গাসাগরের তীরে 108 জন পুরোহিতের উপস্থিতিতে গঙ্গা আরতির ব্যবস্থা করে গঙ্গাসাগর ব্লক প্রশাসন । এ দিন কপিলমুনি মন্দির সংলগ্ন গঙ্গাসাগরের তীরে গঙ্গা আরতির মাধ্যমে গঙ্গার দূষণ রোধ করার লক্ষ্যে ব্লক প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয় । এ দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গাসাগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি । এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি স্বপনকুমার প্রধান, উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও গঙ্গাসাগরের বিডিও ও জয়েন্ট বিডিও । এ বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল বলেন, কেন্দ্র সরকারের 'নমমি গঙ্গে' প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত রাখার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে । গঙ্গা দূষণের ফলে বিভিন্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তের পথে । মাছের চারা গঙ্গা দূষণের ফলে নষ্ট হয়ে যাচ্ছে ৷ এর ফলে মৎস্যজীবীদের পেশা সংকটের মুখে । মানব সমাজকে সচেতন করার লক্ষ্যে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই গঙ্গা আরতির ব্যবস্থা করা হয় । গঙ্গাসাগর ছাড়াও এই গঙ্গা আরতির ব্যবস্থা করা হয় কাকদ্বীপ লট নম্বর আট জেটি ঘাটে । কাকদ্বীপে গঙ্গা আরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.