Bishnupur Municipality : বিষ্ণুপুর পৌরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান শপথ গ্রহন - OATH TAKING CEREMONY IN BISHNUPUR MUNICIPALITY
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14804558-thumbnail-3x2-binshupur.jpg)
বিষ্ণুপুর পৌরসভার পৌরবোর্ড গঠন করল তৃণমূল ( Bishnupur Municipality)। মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা শাসকের উপস্থিতিতে শপথ নিলেন ১৯ জন কাউন্সিলর । পৌরসভা নির্বাচনে ১৯টি আসনের মধ্যে ১৩টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল কংগ্রেস । অপরদিকে বিজেপি পেয়েছে ২ টি, কংগ্রেস ১টি এবং নির্দল পেয়েছে ৩টি আসন । চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন গৌতম গোস্বামী ও ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন মহাবীর আগরওয়াল । বিষ্ণুপুর পুরসভার মিটিং হলে এদিন শপথবাক্য পাঠ করান বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপকুমার দত্ত । বিষ্ণুপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান গৌতম গোস্বামী জানান, দল তাঁকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব তিনি অক্ষরে অক্ষরে পালন করবেন ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Bishnupur Municipality