Miking to Return Cut Money : কাটমানি ফেরত দিতে চেয়ে মাইকিং জঙ্গিপুরে - Miking to Return Cut Money by TMC in Jangipur
🎬 Watch Now: Feature Video
জঙ্গিপুর পৌরসভার 4নং ওয়ার্ডে হারতে হয়েছে তৃণমূলকে ৷ আর তার জন্য প্রাক্তন কাউন্সিলর রবিউল হোসেন মণ্ডলের কাটমানি নেওয়াকেই দায়ী করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ তাই পরাজয়ের পর মাইকে প্রচার করে কাটমানি ফেরত দেওয়ার কথা ঘোষণা করেছে তৃণমূল (Miking to Return Cut Money by TMC in Jangipur) ৷ আর দলীয় নেতৃত্বের এই পদক্ষেপ প্রাক্তন কাউন্সিলরের উপর মানসিক চাপ তৈরি করেছে বলে অভিযোগ করল তাঁর পরিবার ৷ এমনকি তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে জানিয়েছেন রবিউল হোসেন মণ্ডলের ছেলে ৷ এই ঘটনায় জঙ্গিপুরের রঘুনাথপুর এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
Miking to Return Cut Money