108 years ancient shiva temple : শিবরাত্রিতে মানুষের ঢল স্বপ্নাদেশে পাওয়া পাথরপ্রতিমায় প্রাচীন শিবমন্দিরে - Mahashivaratri celebrations at 108 years ancient shiva temple in Patharpratima

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 1, 2022, 5:43 PM IST

Updated : Feb 3, 2023, 8:18 PM IST

বাবা গোবিন্দেশ্বর মহাদেবের মাথায় বিল্বপত্র এবং জল প্রদান করলে সংসারের সমস্ত জ্বালা-যন্ত্রণা না কি হরণ করে নেন তিনি ৷ এই ধারণায় বিশ্বাস করেই প্রত্যেক বছর পাথরপ্রতিমা দক্ষিণ গোবিন্দপুরে 108 বছরের পুরনো শিবমন্দিরে ভিড় জমান সাধারণ মানুষ (Mahashivaratri celebrations at 108 years ancient shiva temple in Patharpratima) ৷ করোনার জেরে দু'বছর বন্ধ থাকলেও এ বছরে উৎসব ফিরল চেনা মেজাজে ৷ কথিত আছে, ঊনবিংশ শতকের শেষদিকে মেদিনীপুর জেলার মুগবেড়িয়া নন্দ পরিবারের সদস্য পণ্ডিত গোবিন্দ নন্দ তৎকালীন ব্রিটিশ সাহেবের কাছ থেকে সুন্দরবনের পাথরপ্রতিমা দ্বীপের বেশ কিছু অঞ্চল উপরহার হিসেবে পান। স্বপ্নাদেশ পাওয়ার পর পরিত্যক্ত একটি ধ্বংসস্তূপ থেকে প্রাচীন শিবলিঙ্গ উদ্ধার করেন জমিদার। এরপর থেকেই শুরু হয় উপাসনা। ফাল্গুনী চতুর্দশীর শিবরাত্রি তিথিতে শুরু হয় উৎসব। অতীতে জমিদার গোবিন্দ নন্দ শিবরাত্রির সময় গ্রামবাসীদের সঙ্গে হরিনাম সংকীর্তন ও নরনারায়ন সেবা শুরু করে। যা এখনও চলে আসছে ৷ শিবরাত্রি উপলক্ষে একমাস ব্যাপী ধরে মেলার আয়োজন করে গ্রামবাসীরা ৷
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.