Ma Canteen : ধূপগুড়িতে চালু মা ক্যান্টিন, 5 টাকায় খাবার খেয়ে উদ্বোধন পৌরসভার চেয়ারম্যানের - Ma Canteen
🎬 Watch Now: Feature Video
শহর এবং গ্রামীণ এলাকার দরিদ্র মানুষদের প্রতিদিন সুলভে আহারের কথা মাথায় রেখে মা ক্যান্টিনের(Ma Canteen) চালু হল ধূপগুড়ি শহরে । প্রশাসনের সহযোগিতায় এবং ধূপগুড়ি পৌরসভা ব্যবস্থাপনায় শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া মোড় এলাকায় পৌর ভবনে এই মা ক্যান্টিনের উদ্বোধন হল ৷ বৃহস্পতিবার পৌরসভার চেয়ারম্যান ভারতী বর্মন এবং ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং পাঁচ টাকা দিয়ে খাবার খেয়ে ক্যান্টিনের উদ্বোধন করেন। শহর ধূপগুড়িতে প্রতিদিন খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষের যাতায়াত, তাদের কথা ভেবে রাজ্য সরকারের তরফে বিভিন্ন জেলাতে খোলা হয়েছে পাঁচ টাকার বিনিময় ভরপেট খাওয়া দাওয়ার ব্যবস্থার মা ক্যান্টিন । প্রথম দিনেই ভাত, ডাল, সবজি এবং ডিমের ব্যবস্থা করা হয়েছিল । প্রথম দিনেই পাঁচ টাকার বিনিময়ে খাবার খেতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে । সূত্রের খবর, প্রতিদিনই মা ক্যান্টিন চলবে । স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই ক্যান্টিন চালাবেন । প্রতিদিন বেলা 1 টা থেকে মা ক্যান্টিন চালু থাকবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST