SMC Election Result 2022 : আমাদের আশা ভুল ছিল, স্বীকার করলেন পরাজিত অশোক ভট্টাচার্য - শিলিগুড়িতে জয়ী মহম্মদ আলম

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 14, 2022, 11:20 AM IST

Updated : Feb 3, 2023, 8:11 PM IST

একুশের বিধানসভা ভোটে খালি হাতে ফিরেছিলেন ৷ এবার বাইশের পৌরভোটেও পরাজিত হলেন প্রবীণ বামনেতা অশোক ভট্টাচার্য । শিলিগুড়ি পৌরনিগম নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহম্মদ আলমের কাছে 504 ভোটে পরাজিত হয়েছেন তিনি । বামেদের বিপর্যয় স্বীকার করে তিনি বলেন, "যে ফলাফল বাকি রয়েছে, সেটাও খুব একটা ভাল হবে বলে মনে হচ্ছে না ৷" গতবারের মতো এবারও 6 নম্বর ওয়ার্ডে থেকে প্রার্থী হয়েছিলেন অশোক ভট্টাচার্য । প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ফোনের পর বাইশের পৌরভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন বাম মেয়র । অন্যদিকে বিজয়ী তৃণমূল প্রার্থী মহম্মদ আলমের দাবি, দিদি যে কাজ করেছেন, তার জন্যই এই জয় (Left Front Leader Ashok Bhattacharya losses to TMC MD Alam in SMC Election) ৷
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.