Fire at Tangra Update : ট্যাংরায় আগুন 90 শতাংশ নিয়ন্ত্রণে, ঘটনাস্থল পরিদর্শনে নগরপাল বিনীত গোয়েল - ট্যাংরায় অগ্নিকাণ্ড

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 13, 2022, 1:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ট্যাংরায় মেহের আলি রোডের গুদামঘরের পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে এলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল । আজ সকালে সব দিক দেখে তিনি সাংবাদিকদের জানান, আগের তুলনায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে । তবে কী থেকে এই আগুন লাগল, তা এখনই বলা যাবে না ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে এসে সবকিছু দেখে রিপোর্ট দেবেন । তবে গুদাম ঘর দেখে তিনি বলেন, "আপাতত দেখে মনে হচ্ছে ফায়ার সেফটির নিয়মগুলি মানা হয়নি ৷" এদিকে দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন এখন 90 শতাংশ নিয়ন্ত্রণে ৷ ছোটখাটো পকেট ফায়ার রয়েছে ৷ গুদামের ভিতরে ঢুকে সেগুলো নেভানোর ব্যবস্থা হবে ৷ কুলিং প্রসেস শুরু হবে (KP Commissioner Vineet Goyal visits Tangra godown Fire area in Kolkata) ৷
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.