কীভাবে খুন মণীশ শুক্লা ? দেখুন CCTV ফুটেজ... - tmc
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9067019-thumbnail-3x2-g.jpg)
আততায়ী দাঁড়িয়েছিল মণীশ শুক্লার গা ঘেঁষেই । খুব কাছ থেকে সে মণীশকে লক্ষ্য করে পরপর গুলি চালায় । খুনের ঘটনার সেই CCTV ফুটেজ ETV ভারতের হাতে । সেখানে দেখা যাচ্ছে, চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন BJP নেতা । কিছুক্ষণের মধ্যে মণীশের মুখোমুখি একটি বাইক আসে । সেই বাইক থেকে গুলি চালানো হয় তাঁর উপর ৷ গুলি লেগে মাটিতে শুয়ে পড়েন তিনি । এরপর বাইকে চম্পট দেয় আততায়ী ।
Last Updated : Oct 6, 2020, 12:50 PM IST