Cooch Behar River Bank Erosion : নদীভাঙনের গ্রাস থেকে বাঁচান, সেচ আধিকারিকদের পা ধরে আর্তি বৃদ্ধের - homeless man breaks down in tears in front of government officials in cooch behar
🎬 Watch Now: Feature Video
নদীভাঙন রোধে ভিটেমাটি হারিয়ে সেচ দফতরের কর্তাদের পা ধরে বাঁধ নির্মাণের আবেদন জানালেন এক বৃদ্ধ । নদীভাঙন রোধে দিনহাটার জারিধরলা গ্রামে সেচ দফতরের কর্তারা গেলে ঘটনাটি ঘটে (Cooch Behar River Bank Erosion)। সেই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে । যদিও সেচ দফতরের (west bengal irrigation department) কর্তারা বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন । বাংলাদেশ সীমান্ত সংলগ্ন দুটি গ্রাম জারিধরলা ও দরিবস । নদীর ধারে গিতালদহ-2 গ্রাম পঞ্চায়েতের ওই দুটি গ্রামের পাশ দিয়ে ধরলা নদী বয়ে যাওয়ায় সারাবছরই কমবেশি চলে নদীভাঙন । এছাড়া ভরা বর্ষায় নদীর জল গ্রামে ঢুকে যায় ৷ ফলে সেসময় জারিধরলা ও দরিবস গ্রামের বহু বাসিন্দা বাংলাদেশে আশ্রয় নেন । গত এক সপ্তাহে দরিবস গ্রামের 30 টির বেশি বাড়ি নদীগর্ভে চলে গিয়েছে । ভিটেমাটি হারিয়ে অন্যের জমিতে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা । তাই বাঁধ নির্মাণের বিষয়ে খতিয়ে দেখতে এলাকায় যান আধিকারিকরা ৷ সেচ দফতরের আধিকারিককে সামনে পেয়ে তাঁর পা জড়িয়ে ধরেন দরিবস গ্রামের বাসিন্দা নুর ইসলাম ৷ যদিও সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসীম চৌধুরী বলেন, "এদিন নদীভাঙন খতিয়ে দেখা হল । এরপর গিয়ে এস্টিমেট করা হবে ।"
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST