Sadhan Pande Passes Away : "বাংলার রাজনীতিতে সাধন পান্ডের বড় জায়গা ছিল", শোকাহত গৌতম দেব - gautam deb mourns death of sadhan pande
🎬 Watch Now: Feature Video
বর্ষীয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সাধন পান্ডের প্রয়াণে (Sadhan Pande Passes Away) শোকাহত তৃণমূল নেতা তথা শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব ৷ তাঁর এই মৃত্যু বাংলার রাজনৈতিক ক্ষেত্রে বড় ক্ষতি বলেই মনে করেন গৌতম দেব ৷ রবিবার সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাধন পাণ্ডে ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 71 বছর ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST
TAGGED:
Sadhan Pande Passes Away