Firhad on ISF : আইএসএফ কর্মীরা জঙ্গলের কুকুর-হায়নার মত, বিতর্কিত মন্তব্য ফিরহাদের - Firhad Hakim makes controversial statement on ISF workers
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14843478-thumbnail-3x2-hakim.jpg)
খুনের 40 দিন পর শুক্রবার আনিশ খানের বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ৷ কিন্তু স্থানীয় বাসিন্দা এবং আইএসএফ কর্মীদের থেকে বাধা পেয়ে দেখা না করেই ফিরতে হয় ফিরহাদ হাকিমকে। ঘটনায় বেজায় ক্ষুব্ধ কলকাতা মহানাগরিক বিক্ষোভকারী আইএসএফ কর্মীদের তুলনা করে বসলেন কুকুর, হায়নার সঙ্গে ৷ ফিরহাদের বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক (Firhad Hakim makes controversial statement on ISF workers) ৷ শনিবার ফিরহাদ জানান, দু-চারটে চ্যাংড়া আব্বাস সিদ্দিকির মিটিং থেকে ফিরছিল। ওরাই ওখানে হইহই করছিল। এরপর তিনি বলেন, "আমি মাঝে মাঝে ন্যাশনাল জিওগ্রাফি দেখি। অনেক সময় দেখা যায় জঙ্গলে বাঘ ঘুরছে। আর কুকুর ও হায়নারা দূর থেকে হাউ-হাউ করছে। তার মানে এই নয় যে বাঘ ভয় পেয়ে যায়। ইগনোর করতে হয়। আমি ইগনোর করেছি।"
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST
TAGGED:
Firhad on ISF