Fire at Saree Godown in Fulia : ফুলিয়ায় শাড়ির গুদামে আগুন, বহু টাকার ক্ষতি - ফুলিয়ায় শাড়ির গুদামে আগুন

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 21, 2022, 1:30 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

রবিবার রাতে গুদাম ঘরে আগুন লেগে ভস্মীভূত বিপুল অঙ্কের টাকার শাড়ি ৷ ঘটনাটি ঘটেছে শান্তিপুরের ফুলিয়ার বেলেমাঠ এলাকার ব্যবসায়ী পলাশ দেবের বাড়িতে (Fire at Saree Godown in Fulia) ৷ তিনি ফুলিয়ার তাঁতের শাড়ির পাইকারি ব্যবসায়ী ৷ গোডাউনে ঢাকাই জামদানি, তাঁত বেনারসি, লিলেন শাড়ি, তসড় শাড়ি, মটকা শাড়ির মতো দামি শাড়ি ছিল বলে দাবি করেন তিনি৷ ঘটনার সময় পলাশ দেব এবং তাঁর পরিবার বাড়িতে ছিলেন না ৷ রাতে বাড়িতে ফিরে দেখেন ঘরের ভিতর থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ তখনই ভিতরে ঢুকে দেখেন শাড়ির গুদামে আগুন লেগেছে ৷ তখন প্রতিবেশীদের মদতে আগুন নেভানোর চেষ্টা করেন ৷ দমকলেও খবর দেন ৷ দমকলের 3টি ইঞ্জিনের চেষ্টায় দু’ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে ৷ পলাশ দেবের দাবি, তাঁর মোটা অঙ্কের টাকার ক্ষতি হয়েছে ৷ তিনি দাবি করেছেন, পুজোর ধুনুচি থেকে আগুন লেগে থাকতে পারে ৷ পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.