Rampurhat Bagtui Massacre : কী ঘটেছিল সোমবার রাতে বগটুইয়ে, মুখ খুললেন প্রত্যক্ষদর্শী - কী ঘটেছিল সোমবার রাতে বগটুইয়ে, মুখ খুললেন প্রত্যক্ষদর্শী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14820259-thumbnail-3x2-eye.jpg)
কী ঘটেছিল সোমবার রাতে রামপুরহাটের বগটুই গ্রামে (Rampurhat Bagtui Massacre)? মুখ খুললেন ঘটনার প্রত্যক্ষদর্শী সাদরে আলম শেখ ৷ তাঁর দাবি, পুলিশ যদি প্রথমেই তৎপর হত তাহলে এই আট জনের মৃত্যু এড়ানো হয়ত সম্ভব হত ৷ তাঁর অভিযোগ, রাত সাড়ে আটটায় ঘটনা ঘটলেও পুলিশ আসে রাত দশটার পরে ৷
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST
TAGGED:
Rampurhat Bagtui Massacre